ট্রাকের ধাক্কায় মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৯:৫৫ এএম
ট্রাকের ধাক্কায় মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যাত্রীবাহী একটি মাইক্রোবাস গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের ওপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসটিতে আগু লেগে যায়।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস কর্মীরা এসে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।এর আগে আরও দুইজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

নিহতদের মধ্যে শিশু রবজার (৭) পরিচয় পাওয়া গেছে। রবজা কুমিল্লার অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে একজন পুরুষ ও একজন নারী বলে ধারণা করেছে পুলিশ।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর