বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৭:০৩ পিএম
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাইল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে শ্রীকান্ত সিং নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

শ্রীকান্ত (৩২) হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের কালচা গ্রামের খেলোরাম শিংয়ের ছেলে। 

খেলোরাম শিং জানান, রোববার রাত ১০টার দিকে শ্রীকান্ত ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। 

শ্রীকান্তের ভাই কালুকান্ত জানান, অবৈধপথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তার ভাই। 

সোমবার সকালে শ্রীকান্তের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখা যায়।

ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী জানান, মৃত্যুর খবর পেয়েছি। তাই পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠক হলে বিস্তারিত জানা যাবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর