পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত 


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০৯:০৭ এএম
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত 

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আজিজ (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রোববার ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়া পাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আজিজ একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

নিহত আজিজ টেকনাফ সদর ইউনিয়নের ডেল পাড়া গ্রামের ছালে আহমদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আজিজকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় এসআই কামরুজ্জামান, এএসআই মিশকাত ও কনস্টেবল রুমেন দাস আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক মাদক কারবারি আজিজকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৭ রাউন্ড কার্টুন ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রদীপ দাশ আরও জানান, নিহত আজিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর