বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৯, ০৪:৫৯ পিএম
বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

ঘর দেয়ার কথা বলে এক ব্যাক্তির কাছ থেকে ১০ হাজার ঘুষ নিয়েছিলেন খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান। ঘরও বানিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তিকে।

তবে ঘুষ নেয়ার কথা জানাজানি হওয়ায় এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সে ঘুষের টাকা ফেরত দিয়েছেন ঘুষ গ্রহণকারী সেই চেয়ারম্যান।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে এই ঘুষের টাকা ফেরত দেন তিনি। এর আগে সেই ঘরটি ভেঙে দেয়া হয়।

ঘুষ নিয়ে প্রকল্পের নীতিমালা ভেঙে আলী হাওলাদার নামের ওই ব্যক্তিকে ঘর তৈরি করে দিয়েছিলেন চেয়ারম্যান আনিছুর রহমান।

ভুক্তভোগী আলী হাওলাদার অভিযোগ করেন, ফিরোজা নামে একজন ইউপি সদস্য ঘর দেয়ার আগে চেয়ারম্যানের নাম করে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। ঘর নির্মাণের মালামাল পরিবহনের নামে এ টাকা নেয়া হয়। ঘর ভেঙে দেয়ার সময় চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চাইলে তিনি পরে দেবেন বলে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে ইউএনও’র নির্দেশে টাকা ফেরত দেন তিনি।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর