নাফ নদীর মোহনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১১:০০ এএম
নাফ নদীর মোহনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী  দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় তিন বিজিবি সদস্য আহত হন বলেও জানা যায়। ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউপির নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিয়ানমারের মংডু জেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।

সকাল ৯টার দিকে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। এ সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পরে ঘটনাস্থল থেকে এসব মাদক ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর