চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১০:১১ এএম
চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ফাতেমা ও আঁখি আক্তার।

সোমবার রাতে জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বশর সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার মো. জামালের মেয়ে ফাতেমা ও মো. কামালের মেয়ে আঁখি আক্তার।

জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ জানান, পুকুরপাড়ে খেলার একপর্যায়ে তারা পড়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর