১৭ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া মেয়েটি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৫:২৯ পিএম
১৭ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া মেয়েটি

ধর্ষণে জন্ম নেওয়ার ১৭ বছর পর বাবার পরিচয় পেলো মেয়ে। উচ্চ আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার পর বাবার পরিচয় পান বগুড়ার ধুনট উপজেলার কিশোরী মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

জানা গেছে, ২০০০ সালে এক নারীর (ধর্ষণের আগে) বাবার বসতভিটা বাঙ্গালী নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর ওই নারী তার মায়ের সঙ্গে স্থানীয় সোনাহাটা বাজার এলাকায় একটি ঝুপড়ি ঘর তুলে বসবাস করতে থাকেন। এ অবস্থায় ২০০১ সালে উপজেলার জয়শিং গ্রামের মাহফুজার রহমান ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে মাহফুজারের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমানের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় মেয়েটির গর্ভে জন্ম নেয় এক কন্যা সন্তান। বর্তমানে সেই মেয়ের বয়স ১৭ বছর।

এদিকে ধর্ষণ মামলায় প্রায় ৬ বছর আগে মাহফুজার রহমানের যাবজ্জীবন সাজার আদেশ হয়। দণ্ডপ্রাপ্ত মাহফুজার রহমান বর্তমানে বগুড়া জেলা কারাগারে রয়েছেন। এ অবস্থায় মাহফুজার রহমান সন্তানের দায় এড়াতে ধর্ষিতর ডিএনএ পরীক্ষার জন্য উচ্চ আদালতে আবেদন করেন।

আদালতের আদেশে গত ৩০ জুন ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদরদপ্তরে দীপংকর দত্ত নামে এক পরীক্ষক মাহফুজার, ওই নারী ও তার মেয়ের ডিএনএ পরীক্ষা করেন। পরীক্ষায় মাহফুজার রহমানের মেয়ে হিসেবে তার পরিচয় মিলেছে। গত ৬ আগস্ট দীপংকর দত্ত স্বাক্ষরিত ডিএনএ পরীক্ষায় একটি প্রত্যয়নপত্র বৃহস্পতিবার রাতে ধুনট থানায় এসে পৌঁছায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঢাকা সিআইডির সদরদপ্তর থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার প্রত্যয়নপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বিষয়টি মাহফুজার, তার মেয়ে ও মাকে জানানো হয়েছে। এখন বিষয়টি আদালতের মাধ্যমে ফয়সালা হবে। পুলিশ আদালতের নির্দেশ বাস্তবায়ন করবে।’

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর