টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৫:০৬ পিএম
টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার ভোরবেলা মুষলধারে বৃষ্টির মধ্যে পুড়ান পল্লান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই পাড়ার মুহাম্মদ আলমের মেয়ে আফিয়া (৫) ও একই এলাকার রবিউল হাসানের ছেলে মেহেদী হাসান (১০)।

টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন জানান, টেকনাফের পুড়ান পল্লান পাড়ায় মুহাম্মদ আলম ও রবিউল হাসানরা পাহাড়ের পাদদেশে বাড়ি করে বাস করছিল। সোমবার দিনগত রাত থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার ভোররাতে বৃষ্টির মধ্যে তাদের বাড়ির ওপরে পাহাড় ধসে পড়ে। এতে দুই বাড়ির দুই শিশু মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যায়। বাকি অন্তত ১০ জনকে মাটিচাপা থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন শিশুও রয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর