ফ্লাইওভার থেকে পড়ল বস্তা ভর্তি ইয়াবা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৬:১২ পিএম
ফ্লাইওভার থেকে পড়ল বস্তা ভর্তি ইয়াবা

অন্যান্য দিনের মতই বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট আবদুল কুদ্দুস। এ সময় হঠাৎ উপর থেকে পড়ে একটি চটের বস্তা। কৌতুহলবশত বস্তাটি অন্যান্য ট্রাফিক সদস্যদের সহায়তায় পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পর সবার ‘চক্ষু যেন চড়ক গাছ’ হয়ে যায়। বস্তার মধ্যে তারা দেখতে পায় বিপুল ইয়াবা। পরবর্তিতে ডবলমুরিং থানা পুলিশ এসে উদ্ধার করে ইয়াবার এই বিশাল চালানটি।

নগর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর) তারেক আহমেদ বলেন, এ ঘটনায় ডবলমুরিং থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দুই কারণে বিপুল ইয়াবার চালান ফেলে যেতে পারে মাদক পাচারকারীরা। হয়তো পথে কোন পুলিশের চেক পোস্ট ছিল। তাই গ্রেফতার এড়াতে বিশাল এ চালানটি ফেলে দেয় মাদক কারবারীরা। নয়তো মাদকের বড় কোন চালান পাচার করতেই পুলিশ সদস্যদের ব্যস্ত রাখতে কৌশল হিসেবে ইয়াবার এই চালানটি ফেলে দেয়।

নগরীর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, এরই মধ্যে এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর