পরিবারে স্বচ্ছলতার আশা জাগিয়ে পরপারে পাড়ি জমালেন ৪ যুবক


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০১:৫৮ পিএম
পরিবারে স্বচ্ছলতার আশা জাগিয়ে পরপারে পাড়ি জমালেন ৪ যুবক

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি যুবকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে চলছে স্বজনদের মাতম।

স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়ন। পরিবারের অভাব দূর করতে ঋণের বোঝা মাথায় নিয়ে সাড়ে চার বছর আগে ওই এলাকার সুরুজ মিয়া, নূর, উজ্জ্বল ও রাসেল পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু পরিবারে স্বচ্ছলতার আশা জাগিয়ে পরপারে পাড়ি জমালেন তারা।

নিহতদের স্বজনরা জানান, গত শুক্রবার মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ শেষে পিকআপ ভ্যানে কোরে বাসায় ফেরছিলেন তারা। পথে তাদের বহনকারী পিকআপের চাকা ফেটে প্রাইভেটকরের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল, রাসেল, নূর ও সুরুজ মারা যান। তাদের মরদেহ মদিনা কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাদের লাশ দ্রুত দেশের ফিরিয়ে আনার পাশাপশি অসহায় পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর