মির্জাপুরে দিন-দুপুরে ২৬ লাখ টাকা ছিনতাই


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০২:২৩ পিএম
মির্জাপুরে দিন-দুপুরে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল জেলার মির্জাপুরে দিন দুপুরে ফাকা গুলি ছুড়ে প্রায় সাড়ে ২৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

রোববার সকাল সাড়ে দশ টার দিকে উপজেলা সদর সংলগ্ন গার্লস স্কুলের সামনে পাকা সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানীর পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

জানা গেছে, মির্জাপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাইমহাটি এলাকার অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের অফিস থেকে সকাল ১০ টার দিকে হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মতিন  সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুইটি মোটর সাইকেল যোগে অগ্রনী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে যান। একটু দূরে গার্লস স্কুলের কাছে পৌছামাত্র চারটি মোটর সাইকেল নিয়ে ওৎ পেতে থাকা আটজন ছিনতাইকারী ফাকা গুলি করে ব্যাগে থাকা ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এদিকে খরব পেয়ে মির্জাপুর থানা পুলিশ অপরাধীদের ধরতে ও টাকা উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানিয়েছেন।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর