সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ১২:৪৪ পিএম
সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের দূর্গম পয়তু পাড়ায় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় নিহত সেনা সদস্য মো. নাসিমের (১৯) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। মুক্তাগাছার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা কৃষক বিল্লাল হোসেনের ছেলে নাসিমের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে চলছে শোকের মাতম ।

নাসিমের স্বজনরা জানায়, আজ সোমবার দুপুরে নাসিমের মরদেহ নিয়ে আসা হবে। পরে তারাটি পূর্বপাড়া প্রাইমারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার সকালে রাজস্থলী আর্মি ক্যাম্পের দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে নাসিম নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত সেনাসদস্যকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর