ফুটফুটে পরশকে কেড়ে নিল ডেঙ্গু


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ০৯:৩৩ পিএম
ফুটফুটে পরশকে কেড়ে নিল ডেঙ্গু

লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরশ নামে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশু পরশ উপজেলার চর জাঙ্গালিয়া দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।

পরশের মামা জসিম মাহমুদ জানান, ১০ আগস্ট শনিবার পরশের জ্বর হয়। তাকে লক্ষ্মীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার শেষে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

পরে অবস্থার অবনতি হলে আক্রান্ত পরশকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রাতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ফুটফুটে শিশুটির। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, বর্তমানে হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৪৮ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর