আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ১২:০২ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে প্রায় ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল ও স্থানীয় মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার তিনজনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

এরপর আজ সকালে উভয় পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ নারী ও বৃদ্ধসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর