‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, প্রতিবাদ-প্রতিরোধের এখনই সময়’


নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০২:৪৪ পিএম
‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, প্রতিবাদ-প্রতিরোধের এখনই সময়’

‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, প্রতিবাদ-প্রতিরোধের এখনই সময়’ স্লোগানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নাটোরে।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নাটোর প্রেসক্লাবের সামনে ব্রাকের সহায়তায় ও স্থানীয় এনজিও লাইফলং ইন্সপাইরেশান ফর এডুকেশান (লাইফ) মানববন্ধনের আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন জেলা যৌন হয়রানি নিমূলকরণ নেটওয়ার্ক নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি জালাল উদ্দিন, জেলা ব্রাকের প্রতিনিধি মমেনা খাতুন, মহিলা পরিষদের সহ-সভাপতি শ্যামা বসাক, লাইফের সাধারণ সম্পাদক ও এসএ টিভি জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল, সুশিল সমাজের প্রতিনিধি সঙ্কর দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে নারীর ও শিশুর প্রতি যৌন সহিংসতা রোধে সামাজিক সুরক্ষা দেয়াল তৈরী ও আইনের কঠোর প্রয়োগ এবং দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। 

এর আগে নাটোর প্রেসক্লাবের হলরুমে ব্রাকের জেলা যৌন হয়রানি নিমূলকরণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ব্রাকের জেলা ব্যবস্থাপক সেলিম মিয়া, সাগর মন্ডল, এনামুল হক, আব্দুর রহমান, আইনাল হকসহ অন্যান্যরা।

গো নিউজ২৪/আই


 

দেশজুড়ে বিভাগের আরো খবর