পুত্রবধূর সঙ্গে ঝগড়া, উপজেলা ভাইস চেয়ারম্যানের আত্মহত্যা


খালিদ হাসান, বগুড়া  প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৪:৪০ পিএম
পুত্রবধূর সঙ্গে ঝগড়া, উপজেলা ভাইস চেয়ারম্যানের আত্মহত্যা

ছেলের বউয়ের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পিলু মমতাজ শিউলী(৫০)। 

তিনি চন্দন বাইশা ইউপি সদস্য তোজাম্মেল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পিলু মমতাজ। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

স্থানীয়রা জানান, মৃত পিলু মমতাজের ছেলে বিজিবিতে চাকরি করেন। ছেলের বউকে নিয়ে তিনি বগুড়া শহরের ফুলদীঘিতে ভাড়া বাসায় বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরের পর ছেলের বউ এর সঙ্গে পিলু মমতাজের সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এরপর নিজে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। বাসার লোকজন বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

পিলু মমতাজ শিউলীর বড় ভাই হেলাল উদ্দিন জানান, সাংসারিক ঝামেলা নিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তির পর অনেকটা সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু, মঙ্গলবার ভোর রাতে তার অবস্থার অবনতি হয় এবং সকাল ৭ টার দিকে মারা যান।

সারিয়াকান্দি থানার ওসি আল- আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার মৃত্যু সম্পর্কে এখনও থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর