ঈদকে সামনে রেখে গরু আমদানি শুরু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ১২:২২ পিএম
ঈদকে সামনে রেখে গরু আমদানি শুরু

আর মাত্র মাসখানেক পরই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ইতিমধ্যেই কোরবানির পশুর হাট বসানোর ও বেচাকেনার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিকে ঈদকে সামনে রেখে টেকনাফের শাহপরীর দ্বীপের করিডর দিয়ে পশু আমদানি বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার টেকনাফে-২ বিজিবির সদর দফতরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার হয়। সভায় সভাপতিত্ব করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

স্থানীয় গরু ব্যবসায়ীরা বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় ১৫ দিন পশু আনা বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা পুনরায় মিয়ানমার থেকে পশু আমদানি শুরু করেছেন। এ অবস্থা থাকলে পশু আমদানি আরো বাড়ানো হবে। কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ২০ হাজারের বেশি পশু আনা হবে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর