এক মুরগির চার পা, এলাকায় তোলপাড়


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০৮:২৬ এএম
এক মুরগির চার পা, এলাকায় তোলপাড়

ময়মনসিংহ: জেলার গৌরীপুরে চার পা বিশিষ্ট একটি মুরগি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এলাকায় খবর ছড়িয়ে পড়লে মুরগিটিকে এক নজর দেখতে উৎসুক জনতারা ভিড় জমায়।

রোববার রাতে পৌর শহরের পোল্ট্রি মুরগি ব্যবসায়ী রাসেল মিয়ার দোকানে এই চার পা বিশিষ্ট মুরগিটির সন্ধান মিলে। 

স্থানীয়রা জানায়, রাসেল মিয়ার বাড়ি পৌর শহরের ঘোষপাড়া এলাকায়। পৌর শহরের মাছবাজারে তার মুরগীর দোকান রয়েছে। শনিবার তিনি খামারিদের কাছ থেকে অর্ধশতাধিক ব্রয়লার মুরগি কিনে দোকানে তুলেন। দোকানের খাঁচা থেকে মুরগী বিক্রির সময় তিনি একটি মুরগির চারটি পার দেখে ঘাবড়ে যান।

মুরগিটির স্বাভাবিক দুটো পায়ের পাশ দিয়ে ছোট আকৃতির দুটো পা বের হয়েছে। ছোট ওই পা দুটোতে স্বাভাবিক পায়ের মতো নখ রয়েছে। মুরগিটিকে এক নজর দেখতে দূর থেকে লোকজন ভিড় করছে। অনেকেই ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল করিম বলেন, জন্মগত ত্রুটির কারণে মুরগিটির চারটি পা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই মুরগি খাওয়া যাবে, এটা খেলে কোনো সমস্যা হবে না।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর