স্বাভাবিক হয়নি রাজশাহীর রেল, সব ট্রেন যাত্রা বাতিল  


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ১০:১৪ এএম
স্বাভাবিক হয়নি রাজশাহীর রেল, সব ট্রেন যাত্রা বাতিল  

রাজশাহী: পাবনার ইশ্বরদী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে যেসব ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় টেন লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটে।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহিদুল ইসলাম জানান, লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধারের কাজ চলছে। সকাল পর্যন্ত ওই ট্রেনের তিনটি কোচ উদ্ধার করা হয়েছে। দুপুরের মধ্যে ট্রেনটি উদ্ধার কাজ শেষ হতে পারে। দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গো নিউজ২৪/এমআর 

দেশজুড়ে বিভাগের আরো খবর