বিপদসীমার ওপরে মুহুরী নদীর পানি, বাঁধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ০৮:৩৭ এএম
বিপদসীমার ওপরে মুহুরী নদীর পানি, বাঁধ ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত

ফেনী: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শালধর এলাকায় নদীর বাঁধ ভেঙে মালি পাথর, নীলক্ষ্মী, দেরপাড়া গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়াও ফুলগাজী বাজারের গার্ড ওয়ালের উপর দিয়ে মুহুরী নদীর পানি প্রবাহিত হয়ে ফুলগাজী বাজারে প্রায় শতাধিক দোকানে পানি প্রবেশ করেছে। পানিতে অনেক ব্যবসায়ীর দোকানের মালপত্র নষ্ট হয়ে গেছে।

এদিকে প্লাবিত হওয়ার কারণে ফুলগাজী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর