বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ১২:০৫ পিএম
বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণে বান্দরবানের কেরাণীহাট সড়কের বাজালিয়া এলাকায় রাস্তায় পানি ওঠায় বান্দরবান-চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে এই অঞ্চলের মানুষদের।

এদিকে বান্দরবানের চিম্বুক সড়কের ৯ মাইল এলাকায় পাহাড় ধসের কারণে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার প্রবল বর্ষণের সময় ওই এলাকায় সড়কের ওপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ জানান, বান্দরবান-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় সাময়িক ভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রাস্তা হতে পানি সরে গেলে বাস চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, টানা বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়ের জন্য বান্দরবানের ৭টি উপজেলায় ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর