শ্রীপুর ও গাংনীতে বন্দুকযুদ্ধে নিহত ২


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০৯:৩২ এএম
শ্রীপুর ও  গাংনীতে বন্দুকযুদ্ধে নিহত ২

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে কথিত দু’দল মাদক কারবারির মধ্যে গোলাগুলির ঘটনায় এনামুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত এনামুল গাংনী কাজীপুর বর্ডারপাড়া এলাকার মৃত দাউদ হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকাতে দু’দল দুষ্কৃতকারীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি থেমে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ, একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা পাওয়া যায়।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাশ শনাক্ত করা হয়। নিহত ওই ব্যক্তি এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহত এনামুলের বিরুদ্ধে গাংনী থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজি ও মাদকের ৪টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

অপরদিকে অপরদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমবাড়িচালা এলাকায় র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্যদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ও ডাকাত বলে জানিয়েছে র‌্যাব-১। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. বাবুল মিয়া ওরফে ডাকাত বাবুল (৩৫) স্থানীয় জাহাঙ্গীরপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে। এ সময় র‌্যাব-১ এর দুই সদস্যও আহত হয়েছেন।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর