বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বড় ভাইয়ের 


শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল )প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৫:০৯ পিএম
বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বড় ভাইয়ের 

টাঙ্গাইলের মির্জাপুরে ছোট বোন সুমাইয়াকে (০৮) বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল বড় ভাই নিরব (২৬)। মঙ্গলবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুণটিয়া গ্রামের লৌহজং নদী থেকে নিরবের লাশ উদ্ধার করে ডুবুরি দল। 

নিরবের বাড়ি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি গ্রামে। তার বাবার নাম ফজলুল হক। সে গুণটিয়া গ্রামের সাহাদত চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে গার্মেন্স কর্মী হিসেবে কাজ করত।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গুনটিয়া গ্রামে লৌহজং নদীতে স্ত্রী ও ছোট বোনকে নিয়ে গোসল করতে যায় নিরব। তারা কেউ সাতার জানত না। এক পর্যায় ছোট বোন সুমাইয়া পানিতে ডুবে যাচ্ছিল। বোনকে বাচাতে এগিয়ে যায় নিরব। বোনকে রক্ষা করতে পারলেও নদীতে ডুবে যায় সে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা পর্যন্ত নিরবকে খুজে পায়নি। মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় নিরবকে খুজতে নদীতে নামেন ডুবুরি দল। নিখোঁজের ১৯ ঘন্টা পর সকাল ১১টার দিকে ডুবুরি দল ঘটনাস্থল থেকে নিরবের মৃতদেহ উদ্ধার করেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান বলেন, সকাল ১১টার দিকে নিরবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জামুর্কী ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের খান কয়েসের মাধ্যমে নিরবের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 


গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর