বরিশালের ৭ রুটে বাস চলাচল বন্ধ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৮:৪১ পিএম
বরিশালের ৭ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে পশ্চিমের সাত রুটে বাস চলাচল বন্ধ রয়েছে শনিবার সকাল ১০টা থেকে। দু'দল শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বরিশালের এক বাস মালিককে লাঞ্ছিত করা এবং ঝালকাঠির এক চালককে মারধরের ঘটনার পর বন্ধ রয়েছে বাস চলাচল।

বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, শনিবার সকাল ১০টার পর থেকে ঝালকাঠির বাস মালিকরা বরিশাল-ঝালকাঠি সীমান্তের রায়াপুর নামক স্থানে তাদের বাসগুলো নিয়ে যান এবং সেখান থেকে পশ্চিমের ৭ রুটে যাত্রী পরিবহন করছেন। 

রুটগুলো হচ্ছে- বরিশাল-ঝালকাঠি, বরিশাল-রাজাপুর, বরিশাল-পিরোজপুর, বরিশাল-খুলনা, বরিশাল-ভাণ্ডারিয়া ও বরিশাল-মঠবাড়িয়া। 

আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই ৭ স্থানে যাওয়া-আসার যাত্রীরা। কারণ রায়াপুর থেকে ওইসব যাত্রীকে বাসে উঠতে এবং নগরীতে ফিরতে প্রায় ৪ কিলোমিটার সড়ক অতিক্রম করতে হচ্ছে ইজিবাইকে। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর