গাইবান্ধা কারাগার থেকে আসামি নিখোঁজ


আবু হানিফ মোঃ বায়েজীদ, গাইবান্ধা প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০১:১১ পিএম
গাইবান্ধা কারাগার থেকে আসামি নিখোঁজ

গাইবান্ধা কারাগার থেকে এক আসামী পালিয়ে গেছেন বলে জানা গেছে।  শুক্রবার (২৪ মে) বিকেলে আসামি বকুল হোসেনকে (৩২) কারাগারের কোথাও খুঁজে না পাওয়ায় তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করছে কারা কর্তৃপক্ষ। 

বকুল হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। মাদক মামলায় গ্রেফতারের পর তাকে এক মাস আগে জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে গাইবান্ধা জেল সুপার মাহাবুবুল আলম বলেন, বকুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পালিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ফোনে তিনি বলেন, প্রতিদিনের মতো বিকেলে আসামিদের হিসাব করা হয়। সব আসামিরা থাকলেও বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বকুল কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে কারাগার থেকে আসামি পালানোর ঘটনাটি জেলাজুড়েই এখন সকলের মুখে মুখে। আসামি পালিয়ে যাওয়া বা নিখোঁজের ঘটনায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।

এবিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা হয় জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সঙ্গে। তিনি মুঠোফোনে বলেন, এমন ঘটনা তিনি শুনেছেন। তবে কারা কর্তৃপক্ষের কেউ তাকে বিষয়টি নিশ্চিত করেনি। 

আর ঘটনাটি জানা নেই জেলা প্রশাসক আব্দুল মতিনেরও। তিনিও মুঠফোনে পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানোর কথা বলেন।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর