রাস্তায় গাড়ি থামিয়ে কৃষকের সঙ্গে ধান কাটলেন ডিসি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২১, ২০১৯, ১২:১২ পিএম
রাস্তায় গাড়ি থামিয়ে কৃষকের সঙ্গে ধান কাটলেন ডিসি

চুয়াডাঙ্গা: প্রান্তিক ও অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁনকে সঙ্গে নিয়ে চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করার জন্য জীবননগরে যাচ্ছিলেন। পথে পেয়ারাতলা এলাকায় সড়কের পাশেই একটি ক্ষেতে জেবুননেছা নামে এক নারীকে ধান কাটতে দেখে তিনি গাড়ি থেকে নেমে ওই ক্ষেতে ধান কাটতে যান। কৃষকদের দুঃসময়ে স্বেচ্ছাশ্রমে ধান কাটতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় খুশি কৃষকরাও।

ওই ধানক্ষেতের মালিক জেবুনেছা জানান, তার ১৫ কাঠা জমির ধান পেকে যাওয়ার পরও টাকার অভাবে তিনি কামলা নিয়ে ধান কাটতে পারছিলেন না। তাই আজ তিনি ও তার ছেলে শাহ আলম মিলে ক্ষেতের ধান কাটতে শুরু করেন। এর পরই জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তার জমির অবশিষ্ট ধান কেটে দেন।

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, আমরাও কৃষকের সন্তান, কৃষকদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরও সৌভাগ্যবান মনে করছি।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর