বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৮:৪৬ পিএম
বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাবাড়ি নৌবন্দরে অবস্থিত পিডিবির ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার জাকির আহমেদ বলেন, হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের পর ক্ষতি এড়াতে সাথে সাথেই পাশের ৭১ মেগা ওয়াটের অপর প্ল্যান্টটি শাটডাউন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার ব্যবস্থাপনা দিয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। 

খবর পেয়ে শাহজাদপুর, বেড়া, উল্লাপাড়া ও বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্মিলিত চেষ্টায় ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও একটি ট্রান্সফরমারের সম্পূর্ণ ও অপরটির আংশিক পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাশের ৭১ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ করে দেয়া হলেও বিকল্প উপায়ে জাতীয় গ্রিডের মাধ্যমে শাহজাদপুর শহরসহ সমগ্র উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫০ লিটার ফোম ব্যবহার করে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপমাত্রা এতো বেশি ছিল যে আমরা কাছেই যেতে পারছিলাম না।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর