আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৮:৩৮ এএম
আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫

সুনামগঞ্জ: জেলার ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক্ষমাতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন (৫০) নামের এক শ্রমিক লীগের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদরাসার সামনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর মধ্যে ব্যবসা নিয়ে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই জের ধরে রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে কালাম ও শামীমের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় গুলিবিনিময় হয়। এ সময় শ্রমিক লীগের কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ছাতক পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর