ইটভর্তি পিকাপের নিচে চালক চাপা, ২ ঘণ্টা পর জীবিত উদ্ধার 


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ১৩, ২০১৯, ০১:০৯ পিএম
ইটভর্তি পিকাপের নিচে চালক চাপা, ২ ঘণ্টা পর জীবিত উদ্ধার 

কক্সবাজার: রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সম্পূর্ণ উল্টে গেলো ইটভর্তি একটি পিকআপভ্যান। সেটির নিচে চাপা পড়েন পিকআপভ্যানচালক দিদারুল আলম (২৭)।

চাপা পড়া দিদারুল আলম কান্নারত অবস্থায় বাঁচার জন্য বার বার আকুতি জানাচ্ছিলেন পথচারীদের কাছে। কিন্তু সাধারণ পথচারীদের পক্ষে তাকে বাঁচানো সম্ভব হচ্ছিলো না। পরে তারা খবর দেয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালানোর পর সেই চালককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার বিকেলে ঘটনাটি ঘটেছে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের নাইক্ষ্যংছড়ির উপজেলার আদর্শগ্রাম মুছতলী এলাকায়।

এদিকে, উদ্ধারের পর চালক দিদারুলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে আঘাত লেগেছে। তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন। আহত দিদারুলের বাড়ি রামু উপজেলার তেচ্ছিফুল সিকদারপাড়ায়।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর