ছোট বোনকে বাঁচাতে গিয়ে ৩ বোনের করুণ মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৪:১৮ পিএম
ছোট বোনকে বাঁচাতে গিয়ে ৩ বোনের করুণ মৃত্যু

রাজশাহী: জেলার বাঘা উপজেলার মীরগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কলেজ ছাত্রী এবং অপর দুইজন স্কুল পড়ুয়া।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- মীরগঞ্জের জিল্লুর রহমানের মেয়ে মিম খাতুন (১৭) ও এশা খাতুন (৯) এবং তাদের চাচাতো বোন শহীদুল ইসলামের মেয়ে শিপরা খাতুন (১২)।এর মধ্যে মিম মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শিপরা মীরগঞ্জ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণি এবং এশা মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে তারা তিন বোন একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবার ছোট এশা নদীর একটু গভীরে গিয়ে সাঁতরে তীরে ফিরতে পারছিল না। বিষয়টি খেয়াল করে প্রথমে শিপরা তাকে উদ্ধার করে নদীর তীরে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে সেও পানিতে হাবুডুবু খেতে থাকে। বিষয়টি দেখে সবার বড় মিম তাদের দুইজনকে বাঁচাতে গেলে সেও ডুবে।

পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এদিকে, তিন বোনের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর