হঠাৎ ঝড়ের তাণ্ডব, বৃদ্ধার মৃত্যু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৯, ১২:৩০ পিএম
হঠাৎ ঝড়ের তাণ্ডব, বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজার: জেলার বড়লেখায় কালবৈশাখী ঝড়ে নিমার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিমার একই এলাকার মৃত জোয়াদ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

জানা গেছে, সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নিমার কোনো কাজে ঘর থেকে বের হতে চাইছিলেন। এ সময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক।

এদিকে সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানায়, সিলেটের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রায় ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। এছাড়া ৮টা ১৪ মিনিট থেকে ৯টার মধ্যে খুব অল্প সময়ে প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়াও কালবৈশাখী ঝড়ে উপজেলার রুস্তুমপুরসহ বিভিন্ন এলাকায় শত শত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ধসে পড়েছে। গাছ উপড়ে পড়েছে।

গো নিউজ২৪/এমআর 

দেশজুড়ে বিভাগের আরো খবর