গাইবান্ধায় মর্টার সেল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ১১:৫০ এএম
গাইবান্ধায় মর্টার সেল উদ্ধার

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ ব্যাপারী পাড়া গ্রামের মাছুদুর রহমানের ছেলে আলামিন মিয়া তার পুকুর খননের সময় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার সেল পায়।

এ মর্টারসেলটি পুকুর মালিক আলামিন ঘরে রেখে দিলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।

রোববার রাতে ওই এলাকা থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান,পিএস,আই সাইফুল ইসলাম, এস,আই আবুল কালাম আজাদ,এ,এস আই মর্তুজাসহ সঙ্গীয় ফোর্স মর্টার সেলটি উদ্ধার করে থানায় আনে।

এলাকার মুরব্বীরা জানান,মুক্তিযুদ্ধের সময় একটি দল আরেকটি দলকে ধ্বংস ও ট্যাংক,যুদ্ধ বিমান ধ্বংস করতে এ ধরনের মর্টার সেল ব্যবহার হতো।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর