সন্তান প্রসবের ২৬ দিন পর আবারো জমজ সন্তান প্রসব


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০৮:৩০ এএম
সন্তান প্রসবের ২৬ দিন পর আবারো জমজ সন্তান প্রসব

 আরিফা আক্তার ইতি (২৫) নামের এক নারী প্রথম সন্তান প্রসবের ২৬ দিন পর জমজ সন্তান প্রসব করেছে।

ঘটনাটি ঘটেছে যশোর জেলার শার্শা উজেলার শ্যামলাগাছি গ্রামে। আরিফা ওই এলাকার সুমন বিশ্বাসের স্ত্রী। জন্মের পর থেকে নবজাতকরা সুস্থ আছেন।

জানা গেছে, গেল ২৩ ফেব্রুয়ারি আরিফার প্রসব ব্যথা উঠে। এ সময় তার পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রায় ঘণ্টা খানেক পর চিকিৎসকরা আরিফা আক্তার ইতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে গেলে আরিফা একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর পরিবারের লোকজন তাকে নিজ বাড়ি শার্শাতে নিয়ে আসে। এর ২৬ দিন পর গত শুক্রবার (২২ মার্চ) আরিফা আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ২৩শে মার্চ শনিবার ভোরে সেখানে আরিফা পুনরায় যমজ সন্তান প্রসব করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে যশোর আদ্-দ্বীন হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, দ্বিতীয় দফায় প্রসূতির প্রসব বেদনা উঠলে আদ্-দ্বীন হাসপাতালে আনা হয়। এর পরে আমরা পরীক্ষা-করে দেখি ওই প্রসূতি মায়ের জরায়ু দুটো। একপর্যায়ে তার পেটে সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হই। অপারেশন করে দুটি জমজ সন্তান পাই। এ ধরনের ঘটনা বিরল বলে তিনি জানান।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর