ভোটের ফল প্রত্যাখ্যান, গোপালগঞ্জে সড়ক অবরোধ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০১:৫৩ পিএম
ভোটের ফল প্রত্যাখ্যান, গোপালগঞ্জে সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ভোট পুনঃগণনার দাবিতে টুঙ্গিপাড়া-নাজিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরাজিত প্রার্থী বাবুল শেখের সমর্থকরা।

সকাল নয়টার দিকে তার সমর্থকরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও বড় বড় গাছের গুড়ির ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন টুঙ্গিপাড়া-নাজিরপুর সড়কে চলাচলকারীরা।

পরে পাটগাতিতে সংবাদ সম্মেলন করেন বাবুল শেখ বলেন, নির্বাচনের ফল উল্টে দিয়ে তাকে হারানো হয়েছে। তাই ভোট পুনঃগণনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকিও দেন তিনি।

উল্লেখ্য, তৃতীয় ধাপের নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলায় ২৮ ভোটের ব্যবধানে মো. সোলাইমান বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হন।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর