বরিশালে সাড়া নেই ভোটারদের 


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৪, ২০১৯, ১১:৪৯ এএম
বরিশালে সাড়া নেই ভোটারদের 

বরিশাল: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রই ফাঁকা ছিল। সকাল ৮টায় বরিশালের সাত উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে উজিরপুর উপজেলার শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কোনো ভোটারের উপস্থিতি নেই। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৩৪ জন।  তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়ন্ত বেপারীর আশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটরদের উপস্থিতি বাড়বে।

তৃতীয় ধাপে বরিশালের সাতটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনি এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে টহল দিচ্ছে বিজিবির ও কোস্টগার্ডের সদস্যরা। বরিশালের ১০ উপজেলার মধ্যে ৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান এবং পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সাত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর