কেবিন না পেয়ে লঞ্চে ছাত্রলীগের ভাঙচুর


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৭, ২০১৯, ০৩:২৩ পিএম
কেবিন না পেয়ে লঞ্চে ছাত্রলীগের ভাঙচুর

পটুয়াখালী: পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের কেবিন না পাওয়ায় এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চ ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

রোববার দুপুর ১টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

লঞ্চঘাট সূত্রে জানা গেছে, দুপুরে লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চের কেবিনের জন্য আসেন জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার। তখন লঞ্চের সকল কেবিন বুকিং থাকায় কর্তৃপক্ষ লঞ্চে কেবিন দিতে পারেনি। পরে ঘাটে বাধা ডাবলডেকার লঞ্চ এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চে ভাঙচুর করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও তার কর্মী সমর্থকরা।

ঘটনার সত্যথা নিশ্চিত করে এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপার ভাইজার রাজ্জাক বলেন, কেবিন না দেয়াতে লঞ্চে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা লঞ্চের কেরানিসহ স্টাফদের মারধর করে গুরুতর আহত করেছে ও কালেকশনের ক্যাশ ছিনিয়ে নিয়ে গেছে। এর প্রতিবাদে ঘাট ত্যাগ করে লঞ্চ অন্যত্র সরিয়ে নিয়েছি। বিষয়টি মালিক পক্ষকে জানিয়েছি। আমরা ধর্মঘটে যাব।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর