কাউন্সিলরের মারধর, চসিকে বিক্ষোভ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ০২:৫৬ পিএম
কাউন্সিলরের মারধর, চসিকে বিক্ষোভ

চট্রগ্রাম: পরিচ্ছন্ন কর্মকর্তাকে মারধর জেরে প্রায় আড়াই ঘন্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তা-কর্মচারিরা। পরে মেয়র আ জ ম নাছির উদ্দীন গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা কাজে যোগ দেন।

গতকাল ইসমাইল হোসেন নামে এক কাউন্সিলর পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলমকে মারধর করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এ প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় নগর ভবনের সামনে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এসময় ঊর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা ছাড়া সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা বিক্ষোভে যোগ দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়াও নগর ভবনের সামনে সকাল থেকে মাইক লাগিয়ে সমাবেশের পাশাপাশি দফায় দফায় মিছিল করে বিক্ষোভ। মিছিল-সমাবেশে অভিযুক্ত কাউন্সিলর ইসমাইল হোসেন বালিকে ঘটনার জন্য ক্ষমা চাইতে বলা হয়। এছাড়া তার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারিরা।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর