মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত গড়ে তুলবো: ওসি শাহিন খান


অপু খান প্রকাশিত: মার্চ ১২, ২০১৯, ০৪:২৩ পিএম
মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত গড়ে তুলবো: ওসি শাহিন খান

‘মাদকের বিরুদ্ধে আমরা জিড়ো টলারেন্স দেখাব। মাদকমুক্ত মেহেন্দিগঞ্জ গড়ে তুলবো। উলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরস্কার অনুষ্ঠান বিতরনী অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান এ মন্তব্য করেন।

তিনি মেহেন্দিগঞ্জের যুবক ও ছাত্রদের  উদ্দেশ্য করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। আপনারাও আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন, তবে সঠিক তথ্য দিবেন। আমাকে ফোন করবেন দেখবেন আমি যাই কি না।

ইভটিজিং প্রসঙ্গে ওসি বলেন, তোমাদের ঘরে বোন আছে সেই দিক ভেবে এ থেকে বিরত থাকবে। তোমাদের বোনদের যাতায়াত তোমরা নিশ্চিত করবে। এর ব্যতিক্রম হলে প্রশাসন ব্যবস্থা নেবে।

সাম্প্রতিক ওসি শাহিন খানকে নিয়ে নেতিবাচক পত্রিকায় সংবাদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি মহল আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করাতে পারছেনা, তাদের কথা আমি শুনিনা তাই তারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন আমার বিরুদ্ধে। আধুনিক যুগে সবার হাতে হাতে ক্যামেরা আমি যদি এতো অন্যায় কাজ করি তাহলে একটা প্রমান থাকবে না?

গো নিউজ২৪/কাসা

দেশজুড়ে বিভাগের আরো খবর