বিদ্রোহী প্রার্থীর ভাড়াটে লোকজন ভয় দেখাচ্ছে নৌকার কর্মীদের


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১০, ২০১৯, ০৪:১১ পিএম
বিদ্রোহী প্রার্থীর ভাড়াটে লোকজন ভয় দেখাচ্ছে নৌকার কর্মীদের

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান।

রোববার দুপুরে শহরের আমতলা সড়কের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি ভাড়াটে লোকজন নিয়ে নৌকার প্রচারণায় নামা কর্মী-সমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় খান আরিফুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি দিয়ে হ্যান্ডবিল করে বিতরণের অভিযোগে সাইদুর রহমান নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) লুৎফুন্নেসা বেগম রবিবার সকালে এ দণ্ড প্রদান করেন।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর