বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৩


খালিদ হাসান, বগুড়া  প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৯, ২০১৯, ০৬:২১ পিএম
বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৩

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল এলাকার আজিজার রহমানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন-  দুপচাঁচিয়া উপজেলার শেরপুর গ্রামের শ্যামল সাহা (৪৮) ও একই উপজেলার নুরপুর এলাকার জসিম সোনারের ছেলে আফজাল (৩৫)। অন্যজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তাদের প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়ছে।

আহতদের মধ্যে রয়েছেন- দুপচাঁচিয়া উপজেলার উনহাত সিংড়া গ্রামের মহসিনের ছেলে রাশেদুল ইসলাম (৩২), আদমদীঘির শিপপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আলিম (৩০) ও দিনাজপুরের আনছার আলীর ছেলে সোহেল (৩২)। 

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশাটি (বগুড়া-থ ১১-৪১৮৪) যাত্রী নিয়ে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে বিপরীতগামী (ঢাকা মেট্রো-গ-৩৯-৫৬০৪) প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর