আশুলিয়ায় ডাইং মেশিনের গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৮, ২০১৯, ১১:১৯ এএম
আশুলিয়ায় ডাইং মেশিনের গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ

সাভারের আশুলিয়ায় একটি সূতা তৈরির কারখানায় কাজ করার সময় ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়েছেন ৫ শ্রমিক।

তাদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে নেওয়া হয়েছে উত্তরার কামারপাড়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে।

শুক্রবার ভোর রাতে আশুলিয়ার জামগড়া এলাকার ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড নামের কারখানায় এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, কারখানাটির ডাইং ইনচার্জ মনির হোসেন ও কালাম এবং ডাইং অপারেটর রমজান, নুরু ও সাজু। এদের মধ্যে রমজান, নুরু ও সাজুর দগ্ধের পরিমাণ যথাক্রমে ৪৮, ৩৫ ও ৩০ শতাংশ।

কারখানাটির ব্যবস্থাপক রিয়াজুর রহমান জানান, রাতের শিফটে কাজ করার সময় ডাইং শেষে মেশিন থেকে সূতা বের করতে গেলে অসাবধানতাবশত  গরম পানিতে দগ্ধ হন ওই ৫ শ্রমিক। খবর পেয়ে শিল্প পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর