শামীম ওসমানের দিকেই আঙুল তুললেন মেয়র আইভী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৬, ২০১৯, ০৯:০২ পিএম
শামীম ওসমানের দিকেই আঙুল তুললেন মেয়র আইভী

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবার জড়িত থাকায় এর বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

ত্বকী হত্যার ছয় বছর উপলক্ষে বুধবার বিকেলে শহরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। 

মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করে দেয়ার জন্যই ত্বকীর মতো একটি শিশুকে হত্যা করার পথ বেছে নিয়েছে প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবারটি (ওসমান পরিবার)। 

যার কারণে একের পর এক চঞ্চল, আশিক, বুলু হত্যাকান্ড হলেও এর কোনো বিচার হচ্ছে না। এসময় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে তিনি ত্বকীসহ নারায়ণগঞ্জের সব শিশু-কিশোর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। 
 
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, বিটিভির পরিচালক মো. জাহিদ, চিত্রশিল্পী অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ। 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর