মোবাইলে গোসলের ভিডিও, কিশোরীর আত্মহত্যা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৩, ২০১৯, ১০:২৩ পিএম
মোবাইলে গোসলের ভিডিও, কিশোরীর আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মোবাইল ফোনে গোসলের দৃশ্য ধারণ ও যৌন হয়রানি করায় আত্মহত্যা করেছে সুমি (১৪) নামে কিশোরী। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিম ভুজারীপাড়ায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সুমির বাবা নাম হরেণ চন্দ্র রায়। সে উপজেলার বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল। 

জানা গেছে, শনিবার (২ মার্চ) দুপুরে সুমির গোসলের সময় তাদের প্রতিবেশী সূর্য্য রায় মটুরু (৩২) গোপনে তা মোবাইল ফোনে ধারণ করে নেন। পরে সুযোগ বুঝে গোসলখানায় ঢুকে সুমিকের জড়িয়ে ধরেন তিনি। এ সময় সুমি চিৎকার শুরু করলে তার ভাই বকুল চন্দ্র রায় সেখানে ছুঁটে আসেন। তার উপস্থিতি টের পেয়ে সূর্য্য রায় সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর সুমি তার ঘরে গিয়ে আড়ার সঙ্গে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন সেখান থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, এর আগেও সূর্য্য রায় মটুরুর বিরুদ্ধে সুমিকে উত্যক্ত করার অভিযোগ ছিল। ঘটনার দিনে তিনি সুমির গোছলের দৃশ্য ধারণ করে। এক পর্যায়ে তাকে যৌন হয়রানি করেন। এ ঘটনায় লোকলজ্জার কারণে আত্মহত্যা করে সে।

তিনি বলেন, সুমির আত্মহত্যার ঘটনায় তার মা ময়না রাণী রায় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সূর্য্য রায় মটুরুকে গ্রেপ্তারের জন্য অভিযান চালান হচ্ছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর