কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ০৮:৫৪ এএম
কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কম্প্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জরুল আলম ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, শনিবার সন্ধ্যায় খুলনার খালিশপুর থেকে ফটিকছড়ি মাইজভান্ডার ওরসগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৫৯৪৫) রওনা করে। রোববার ভোরে মহাসড়কের গাংরা এলাকায় ওভারটেকিং করার সময় বাসের সঙ্গে মালবাহী ট্রাকের পেছন থেকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের ৪ যাত্রী নিহত হন। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা (৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম (৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৫০), শেরহাটি গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সালাম মিয়া (৫২) ও একই বাসের যাত্রী আনোয়ার হোসেন(৪৫)।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর