ইজতেমায় চার মুসল্লির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ১২:১৯ পিএম
ইজতেমায় চার মুসল্লির মৃত্যু

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এদিকে ইজতেমা ময়দানে বার্ধক্যে চার মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে সফিকুর রহমান এবং বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী এবং বুধবার দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার নামে এক ব্যক্তি হৃগরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও শুক্রবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন কয়েকজন।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর