শ্রীনগরে অসাবধানতার জন্য গ্যাস সিলিন্ডারে আগুন


মোঃ রুবেল ইসলাম তামিদ,লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৫:০৬ পিএম
শ্রীনগরে অসাবধানতার জন্য গ্যাস সিলিন্ডারে আগুন

শ্রীনগরে অসাবধানতার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এসময় বসতঘরে শিশুসহ পরিবারের লোকজন আটকে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার সকালে উপজেলার বেজগাঁও জামে মসজিদ সংলগ্ন মোতালেব শেখের বাড়ির বসত ঘরে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলপিজি গ্যাস বিক্রেতার এক কর্মী মোতালেব শেখের বসত ঘরে গ্যাস সিলিন্ডার থেকে রান্নার চুলায় সংযোগ দিচ্ছিলো। বিক্রেতাকর্মীর অসাবধানতার জন্য ফুটো গ্যাস পাইপ থেকে হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে করে ঘরের মধ্যে সিলিন্ডার থেকে দাউদাউ করে আগুন জলতে থাকে। এসময় ওই ঘরে শিশুসহ পরিবারের লোকজন আটকা পরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ বলেন, আগুনে একটি বিদ্যুৎতের মিটার পুড়াসহ ঘরের সামান্য কিছু ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ঘর থেকে লোকজন উদ্ধার করা হয়েছে। এতে করে বড় ধরনের কোন অগ্নি দুর্ঘটনা ঘটেনি। গ্যাস বিক্রেতাকর্মীর অসাবধানতার জন্য সিলিন্ডারে আগুন লেগেছে। তাছাড়া থাকার ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার রাখা খুবই বিপদজনক। যেকোন সময় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সকলের আরো সচেতন হতে হবে।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর