বৌভাত অনুষ্ঠান থেকে নববধূকে তুলে নেওয়ার চেষ্টা, অতঃপর…


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৯, ১২:২৭ পিএম
বৌভাত অনুষ্ঠান থেকে নববধূকে তুলে নেওয়ার চেষ্টা, অতঃপর…

কুমিল্লা: জেলার দেবিদ্বারে বৌভাত অনুষ্ঠানে হামলা চালিয়ে নববধূকে তুলে নেয়ার চেষ্টাকালে সাতজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এছাড়া নববধূকে তুলে নেওয়ার সময় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার জেলার দেবিদ্বার উপজেলার সাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা ৭ জন

পুলিশ সূত্রে, গত ১ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলার সূর্যপুর গ্রামের জাকির ফরাজীর মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে একই উপজেলার সাহারপাড় গ্রামের মো. ইউনুছের ছেলে ছিদ্দিকুর রহমানের বিয়ে হয়। শুক্রবার বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কনের কলেজের সহপাঠী ইসমাইল হোসেনের নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে ২৫/৩০ জন বখাটে অতর্কিতভাবে হামলা চালায়। তারা অনুষ্ঠানে আসা লোকজনকে মারধর করে কনেকে তুলে নেয়ার চেষ্টা চালায়। পরে আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় লোকজন বখাটেদের ঘিরে ফেলে এবং সাতজনকে গণপিটুনি দিয়ে ঘরের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। এ সময় ২৫ জনের মতো আহত হয়। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর