নকল সাপ্লাইয়ের দায়ে ৩ শিক্ষক বহিস্কার, একজনের কারাদণ্ড


মোঃ আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০৩:২১ পিএম
নকল সাপ্লাইয়ের দায়ে ৩ শিক্ষক বহিস্কার, একজনের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে চলমান পাবলিক পরিক্ষায় কানুদাসকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে নকল সাপ্লাইয়ের দায়ে দুলাল তালুকদার (৪৫) নামের বহিরাগত এক ব্যাক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ইউএনও ও নির্বাহী মেজিস্ট্রেট আফরোজা বেগম পারুল। সেই সাথে ওই কেন্দ্রের ১ নং কক্ষে দায়ীত্বরত ৩ জন শিক্ষককে চলমান পরিক্ষার সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে। 

৭ ফেব্রুয়ারি বৃহাস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় ওই কেন্দ্রে গনিত পরিক্ষা চলাকালীন সময়ে দুলাল তালুকদারকে নকল সাপ্লাইয়ের দায়ে এ দন্ড প্রদান করা হয়েছে। দুলাল তালুকদার উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া গ্রামের হারন-অর-রশিদ এর ছেলে। এবং ওই কক্ষথেকে পরিক্ষার সকল কার্যক্রম থেকে কানুদাসকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলাভী মো: শফিকুল ইসলাম, তারাবুনিয়া আমেনা বালিকা দাখিল মাদরাসার সহকারি মৌলাভী মো: জাকির হোসেন, হাজেরা আহমদিয়া বালিকা দাখিল মাদরাসার শরীরচর্চা শিক্ষিকা মোসা: নিলুফা নাসরিন কে চলমান পরিক্ষার সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মো: আব্দুল রাজ্জাক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল বলেন, চলমান পাবলিক পরিক্ষায় কানুদাসকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে নকল সাপ্লাইয়ের দায়ে বহিরাগত  দুলাল তালুকদারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং তিনজন শিক্ষককে চলমান পরিক্ষার সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে।

গো নিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর