ট্যাংকারের ধাক্কায় মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ২০


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ১২:১১ পিএম
ট্যাংকারের ধাক্কায় মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ২০

মুন্সীগঞ্জ: তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মেঘনায় ট্রলারডুবির ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার ভোররাতে মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী কালিপুরা এলাকার মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলটি চাঁদপুরের মতলব উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকার মেঘনা নদীতে।  ভোররাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি নিয়ে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় যাচ্ছিলেন ২৫-৩০ শ্রমিক। ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রলারটি কালিয়াপুর নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার তাদের ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে অন্যরা সাঁতারে প্রাণে বাঁচলেও এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর