গভীর রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত 


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ১০:৫১ এএম
গভীর রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত 

সিলেট: সিলেট নগরীতে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ৫৭ মিনিটের দিকে ভারী শব্দের সঙ্গে কেঁপে উঠে মাটি। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটের স্টেশনেই ভূমিকম্প হওয়ার বিষয়টি দেখাচ্ছে।

এ ব্যাপারে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে। যা শুধু সিলেট অঞ্চলের লোকজন টের পেয়েছেন। দেশের ১০টি স্টেশনের অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর